রাজশাহীঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রাজশাহী বিভাগের সভাপতি ও সদস্যসচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
একেএম গালিভ খাঁন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৪তম ব্যাচের সদস্য একেএম গালিভ খাঁন ২০২২ সালের ১৩ জানুয়ারি জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নে অবদান রাখাসহ বিনোদনপ্রেমী শিশু ও সব শ্রেণিপেশার মানুষের জন্য পরিত্যক্ত পড়ে থাকা কালেক্টরেট শিশু পার্ককে নতুন আঙ্গিকে সাজিয়ে প্রশংসা কুড়াচ্ছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.