নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে আনা হবে। সেই সঙ্গে নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে। যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করতে পারে, এ কারণে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার সকালে তেতুঁলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদরাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা।’
পরে মন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার ও শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টারসহ বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.