এইমাত্র পাওয়া

অধ্যক্ষের সামনেই জুনিয়র শিক্ষক কর্তৃক লাঞ্চিত সিনিয়র শিক্ষক

কক্সবাজারঃ জেলার রামু সরকারী কলেজে নানা অনিয়ম, দূর্নীতি ও কলেজের নগদ টাকা লুটের অভিযোগে দীর্ঘদিনের সুনাম তলানীতে গিয়ে দাড়াঁয়। আবার এরই মধ্যে গতকাল ১১ অক্টোবর বুধবার কলেজ চলাকালিন কলেজের জুনিয়র শিক্ষক (চুরির অভিযোগে বহুল বিতর্কিত) মোহাম্মদ হোসাইন একই কলেজের সিনিয়র শিক্ষক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আক্তার জাহান কাকলীকে কলেজের অধ্যক্ষের সামনে হেনেস্তা করে, মারধর ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে।

যার কারনে ওই নারী শিক্ষক বাদী হয়ে রামু থানায় জিডি করেছেন। যার জিডি নং ৫২৭/২৩. সাধারণ ডাইরী সুত্রে জানা গেছে, ভোক্তভোগী আক্তার জাহান কাকলি, রামু সরকারী কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান এবং দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এর মধ্যে কতিপয় অসাধু ব্যক্তির ব্যক্তির ইন্দনে পূর্ব পরিকল্পিতভাবে, ওই বিতর্কিত শিক্ষক মুহাম্মদ হোসাইন, কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ও অধ্যক্ষ সম্মুখে আক্তার জাহানকে প্রানের মেরে ফেলার উদ্দিশ্যে, অশ্লিল গালি গালাজ করে, মারার জন্য তেড়ে আসে।

এতে উপস্থিত ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অহিদুল কবির এবং কলেজের অধ্যক্ষ মুজিবুর আলম বাধার মুখে, ওই আক্তার জাহান কাকলি প্রানে রক্ষা পেলেও, অভিযোক্ত মুহাম্মদ হোসাইন তাকে সবার সামনে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এই ব্যাপারে অভিযোক্ত মুহাম্মদ হোসাইন ঘটনা অস্বীকার করে জানান, তাকে আক্তার জাহান মারার জন্য আসলে, তিনি তা দেওয়ালে প্রতিহত করার চেষ্টা করেন।

রামু থানার ওসি মুহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, তিনি এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম জানান, এই ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.