ঢাকাঃ নদী ড্রেজিংয়ে অপসারিত বালি ও মাটি শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে দেওয়ার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১১ অক্টোবর) জাতীয় সংসদে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মাহফুজুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।
এ বৈঠকে একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির গঠিত ৭ নম্বর সাব-কমিটির প্রতিবেদন পেশ করা হয় এবং বৈঠকে তা গৃহীত হয়। কমিটি প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ড্রেজিংয়ের মাধ্যমে অপসারিত বালি ও মাটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা, জনগুরুত্বপূর্ণ স্থানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ ইত্যাদি বিনামূল্যে দেওয়া এবং ড্রেজিংয়ের আগে হাইড্রোগ্রাফিক জরিপ করে অগ্রিম নিলাম করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিও চেয়ারম্যান, বাংলাদেশ মেরিন একাডেমি, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.