এইমাত্র পাওয়া

ফের বাড়ল মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের ভাড়া

নিউজ ডেস্ক।।

ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বাড়ার কারণে আন্তঃদেশীয় তিন ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেসের ভাড়া ফের বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ নভেম্বর থেকে একটি এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। এছাড়া, ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

বর্ধিত ভাড়ার তালিকা

বর্ধিত ভাড়ার তালিকা

খুলনা-কলকাতা রুটের ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১০ নভেম্বর থেকে ২ হাজার ৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩০০ টাকা।

ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া ৫০ শতাংশ ধরা হবে। আগামী ১০ অক্টোবর থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে।

এর আগে, চলতি বছরের ৬ জুন বাংলাদেশ-ভারতে চলাচল করা এই তিন ট্রেনের ভাড়া বাড়ানো হয়। সেই সময়েও ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.