গাজীপুরঃ ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নুরুল আমীন নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বারিষাব ইউনিয়নের জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন কাপাসিয়ার টোক নগর গ্রামের মো. জয়নালের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর দাখিল মাদরাসা সহকারী শিক্ষক ছিলেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে শিক্ষক নুরুল আমীন মাদরাসায় যাচ্ছিলেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জলপাইতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে তিনি গুরুতর আহত হন। মাথা থেঁতলে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লায়লা আখতার জানান, সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীন হাসপাতালে পৌঁছানোর আগে মারা যান।
ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, বাস পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.