নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষার বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একইসঙ্গে বোর্ড ফরম পূরণ শুরুর তারিখও ঠিক করে দিয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক চিঠিতে জানান, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষা নেওয়া শেষে ফল আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে।
এসএসসি পরীক্ষার ফরমপূরণ আগামী ৩০ অক্টোবর হতে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এই চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.