Breaking News

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা: ১০ম শ্রেণির ৩ ছাত্রী আটক, রেস্টুরেন্টকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদকঃ জেলার বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় স্কুলের শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

অভিযানকালে তিনি ক্লাস ফাঁকি দিয়ে চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দেওয়ায় দশম শ্রেণির তিন ছাত্রীকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য রেস্টুরেন্টে আড্ডা দেওয়া শিক্ষার্থীরা দ্রুত সটকে পড়ে বলে জানা যায়। পরবর্তীতে আটক ছাত্রীদের অভিভাবকদের ডাকা হয়। ছাত্রীদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ইউএনও। তিনি সন্তানদের চলাফেরা ও কাদের সঙ্গে মিশছে সে সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ জানান অভিভাবকদের।

এ সময় একটি চাইনিজ রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করে আদালত।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন বলেন, আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া রেস্টুরেন্টের মালিক-কর্মচারীদের সতর্ক করেছি। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রেস্তোরাঁ বা যেকোনো স্থানে শিক্ষার্থীদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

চাকরির নামে লক্ষ টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ …