ঠাকুরগাঁওঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঠাকুরগাঁওয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সে সঙ্গে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিশেষ বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
দুদকের পিপি অ্যাডভোকেট সফিউজ্জামান চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, একজন প্রাথমিক স্কুলের শিক্ষকর সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। সে বরখাস্ত আদেশ প্রত্যাহারের জন্য জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী সেই শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দুদকের তৎকালীন সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ সে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে তাদের ধরেন এবং ২০১৯ সালের ৭ অক্টোবর একটি মামলা করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হয়।
দণ্ডবিধি ১৬১, ১৬৫ ক, ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় তাদের এ কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেয় আদালত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.