এইমাত্র পাওয়া

আবৃত্তিতে দেশসেরা ৩য় শ্রেণির ছাত্রী সুমাইতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কবিতা আবৃত্তিতে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী। সুমাইতা ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী।

শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হওয়া বিজয়ীরা। সেখানের চূড়ান্ত পর্বের ফলাফলে দেশসেরা নির্বাচিত হয় সুমাইতা।

সুমাইতা সুয়াদী রংপুর থেকে আবৃত্তি বিষয়ে ‘ক’ গ্ৰুপে প্রথম স্থান অধিকার করে। পরবর্তীতে বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্ৰুপে প্রথম হয়ে দেশসেরা নির্বাচিত হয়।

সুমাইতা আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিনের কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার প্রথম হয়েছে সুমাইতা। সে বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সাধারণ সম্পাদক, লেখক, সংগঠক ও সংবাদকর্মী জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীন দম্পতির মেয়ে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.