এইমাত্র পাওয়া

উচ্চ শিক্ষায় ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সেসব শিক্ষার্থীদের টাকার অভাবে স্নাতক (পাস ও অনার্স) অথবা সমমান শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি হতে অসুবিধা হচ্ছে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ট্রাস্টটির উপবৃত্তি শাখা।

সেক্ষেত্রে সারা দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় অথবা সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ১ম বর্ষের আসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রদান করা হবে এই ভর্তি সহায়তা।

আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের এ আবেদন চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

সেসব কাগজপত্র লাগবে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওযেসবাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত, সে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করে আবেদন করতে হবে।

প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি/আধাসরকারি অথবা স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তানগণকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা অথবা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া, অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতা/মাতা অথবা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানগণ ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তি’র স্বপক্ষে প্রমানপত্র সংযুক্ত করতে হবে।

শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে পারেন, যা পাওয়া যাবে শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

অনলাইনে আবেদনের ঠিকানা: eservice.pmeat.gov.bd/admission

আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.