দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে দেশ এখনো পিছিয়ে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে দেশ এখনো পিছিয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। আজ রোববার বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহিবুল হাসান নওফেল বলেন, ‘আমরা এখনো দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে পিছিয়ে আছি। গ্র্যাজুয়েট হওয়া মানে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃজনের জন্য এগিয়ে যাওয়া, কিন্তু দক্ষতা ভিন্ন বিষয়। কারণ কর্ম জগতে যাচ্ছে ৯৯ শতাংশ গ্র্যাজুয়েট।’

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘জ্ঞান সৃজন ও দক্ষতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন করেছিলেন। আমাদের দুর্ভাগ্য তাঁকে হত্যার মধ্য দিয়ে যে ক্ষতির তালিকা তৈরি হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছিল শিক্ষা ক্ষেত্রে। জাতির প্রত্যেক নাগরিকদের দক্ষ করে তোলা এবং জনসম্পদে পরিণত করার যে দর্শন তাঁর ছিল সেটাকে কবর দেওয়া হয়। এর ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোকে দল ভারী করা ক্যাডার তৈরি করা হয়েছে, অপরাজনীতির সূচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সেনা ছাউনি থেকে দেখা হতো। বিশ্ববিদ্যালয়গুলোর যে বিশেষায়িত দর্শন ছিল তা ডিপার্চার হয়ে এমন সম্প্রসারণ হয়, পরবর্তীতে আমাদের দেশে লক্ষ কোটি গ্র্যাজুয়েট পাচ্ছি কিন্তু বঙ্গবন্ধুর দর্শন অনুযায়ী দক্ষতা নির্ভর গ্র্যাজুয়েট পাচ্ছি না। অনেকেই বলছেন, দক্ষতা ও জ্ঞানের জায়গাটাতে স্বল্পতা রয়ে যাচ্ছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আমরা যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব মূল্যবোধ শেখাতে না পারি তাহলে আমরা সুনাগরিক হতে পারব না। ধর্ম বা শ্রেণি বিশেষে অন্যকে নিচু করে দেখলে বিশ্ব নাগরিকও হতে পারব না।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.