এইমাত্র পাওয়া

ভারতের বিপক্ষে নামার আগেই বাংলাদেশের জন্য বিরাট দুঃসংবাদ

ফের পাল্টে গিয়েছে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সমীকরণ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের জন্য সেমিফাইনালে খেলার পথটা কঠিন করে তুলেছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ মঙ্গলবার (২ জুন) ভারতকে হারাতেই হবে বাংলাদেশকে।

এরপর আবার চেয়ে থাকতে হবে পাকিস্তানের ম্যাচের দিকে। কারণ ম্যাচটি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবে গণ্য হবে। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের বিকল্প নেই। অথচ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না মাহমুদউল্লাহ রিয়াদের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।

সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময়ে কাফ মাসলে চোটপান মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোট থেকে ফিরে সোমবার নেটে ব্যাটও করেছিলেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর খেলা নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বর্তমানে মাহমুদউল্লাহ যে অবস্থায় আছে তাতে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। কারণ ওর ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু ইনজুরি রয়েছে সেহেতু আর কিছু করার নেই। সে হিসেবে খেলার কোনো সম্ভাবনা নেই।

সোমবার অনুশীলনের ফাঁকে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, মাহমুদউল্লাহর জায়গায় কে খেলবে সেটি নিয়ে এখনও আলাপ আলোচনা হয়নি। রিয়াদের জায়গায় একজন ব্যাটসম্যান খেলবে।

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর পরিবর্তে সাব্বির রহমান রুম্মন অথবা মোহাম্মদ মিঠুনের খেলার সম্ভাবনা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.