চার দফা দাবির আদায়ের বিষয়ে আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার রাত আটটার দিকে অনশনস্থলে এসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে আশ্বাস দিয়ে তাদের অনশন ভাঙান।
এর আগে টানা চতুর্থ দিনের মতো অনশনে বসেন এই আন্দোলনকারীরা। তারও আগে তারা টানা ৩৪ দিন রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
অনশনস্থল থেকে সরে গিয়ে অনশনকারীদের ১০ জনের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গেছেন বলে জানিয়েছেন এই আন্দোলনের মুখপাত্র এবং ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন।
রাকিব হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের অনশন ভাঙাতে পপি আপাকে পাঠিয়েছেন। আমাদের দাবি আদায়ের বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে অনশন থেকে সরে গিয়েছি। এখন আমাদের দশজনকে নিয়ে ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’
আন্দোলনরতদের দাবিগুলো হলো, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নামপদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.