অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন কড়া পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন। রোববার রাত ৯টায় তিনি ক্যাম্পাস ছেড়ে যান।
এর আগে অনিয়ম-দুর্নীতি ও নৈতিক স্খলনের দায়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে ইউজিসির ৫ সদস্যের তদন্ত কমিটি। রোববার দুপুরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ইউজিসির তদন্ত কমিটি আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করেছে।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.