ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গিয়েছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের শীর্ষ পদে আসার পরই ক্যাম্পাসে আসেন ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ছাত্ররাজনীতির আতুড়ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিন।
এ সময় সেখানে অবস্থান করছিলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। খোকন ও শ্যামল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ পর আসেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ও। তার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন খোকন-শ্যামল।
পরে তারা নেতাকর্মীদের নিয়ে চা পানে বসলে ছাত্রলীগের নেতারা বিএনপি’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পরই খোকন-শ্যামল ক্যাম্পাস ত্যাগ করেন।
উল্লেখ্য ছাত্রদলের সবশেষ কমিটি বেশিরভাগ সময়ই ক্যাম্পাস ছাড়া ছিল। ডাকসু নির্বাচনের সময় শুধু কয়েকবার তারা ক্যাম্পাসে আসে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.