এইমাত্র পাওয়া

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফেসবুকে গুজব

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিকমাধ্যম ফেসবুকে। বিভ্রান্তিমূলক এসব পোস্ট ও তথ্যের ব্যাপারে গতকাল শনিবার দেশবাসিকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে খোলা একটি ভুয়া ফেসবুক আইডির পোস্ট থেকেই মূলত এই গুজব ছড়িয়ে পড়ে।

ওই পোস্টে সরকার কর্তৃক চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

পোস্টটি ভাইরাল হলে অনেক ফেসবুক ব্যবহারকারী নতুন করে পোস্ট করেন। তাদের সে সকল পোস্টে লেখা আছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হলে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি ( উচ্চ মাধ্যমিক) এবং মেম্বার পদের জন্য এসএসসি (মাধ্যমিক) পাশ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার।

কিন্তু জানা গেছে, এমন কোনো আইন করেইনি সরকার। সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.