এইমাত্র পাওয়া

বাসকশিপের সাধারণ সম্পাদক ড.আহম্মদ মল্লিকের মায়ের মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৮ সেপ্টেম্বর রোজ বুধবার বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর সুযোগ্য সাধারণ সম্পাদক এবং স্বনামধন্য শিক্ষক নেতা ড. এম আহম্মদ আলী মল্লিকের জননী গতকাল বিকাল ৩ ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মরহুমার মৃত্যুতে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এক শোক বার্তায় বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আতাউর রহমান বলেন, ড. মল্লিক স্যারের মায়ের মৃত্যুতে বাসকশিপ পরিবার শোকে মুহ্যমান। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জনাব আমিনুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসহাক, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জনাব নাজিমুদ্দিন, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জনাব ফরিদুল হক, সহসভাপতি এন কে এম শাহারিয়ার, সহসভাপতি ড. রাশেদ মেনন, সহসভাপতি ড. মোজাহেরুল আলম, সহসভাপতি জনাব মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব গোলাম সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুল্লাহ হীরু, সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব মাসুদার রহমান মিলন, সহ-প্রচার সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জনাব আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জনাব মোন্নাফ খান বায়েজিদ, সহ দপ্তর সম্পাদক জনাব রবিউল ইসলাম রাজুসহ হাজার হাজার শিক্ষকনেতৃবৃন্দ।

শোক প্রকাশ করেন, বাসকশিপ ময়মনসিংহ বিভাগের শিক্ষক নেতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোঃ জসিম উদ্দিন শেখ, সভাপতি সহ অধ্যাপক মোজাফফর আলী ও সাধারণ সম্পাদক মোঃ কবিরুল হাসান, বিভাগীয় সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ জেলা সভাপতি জনাব মহিউদ্দিন আহাম্মদ, সহ অধ্যাপক মোঃ মজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আনোয়ার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মোবারক হোসেন, কোষাধ্যক্ষ বাবু কমল চন্দ্র বণিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিভাগীয় মহিলা সম্পাদিকা লুৎফুন নাহার বেগম মোঃ জুলহাস উদ্দিন, মোঃ কামরুজ্জামান প্রমূখ।

বাসকশিপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ২০/০৯/২০১৯ তারিখ রোজ শুক্রবার বাদ জুম্মা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সারাদেশে বিশেষ দোয়ার আয়োজন করতে নেতৃবৃন্দকে বিনীত আহবান জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.