এইমাত্র পাওয়া

১৫ ইঞ্চি সারফেস ল্যাপটপ আনতে পারে মাইক্রোসফট

সামনের মাসেই নতুন সারফেস ল্যাপটপ লাইনআপ উন্মোচন করতে যাচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে সারফেস ল্যাপটপ ৩ লাইনআপে যোগ করা হতে পারে নতুন ১৫ ইঞ্চি সংস্করণ। এএমডি প্রসেসরের সারফেস ল্যাপটপ ৩ উন্মোচন করতে পারে মাইক্রোসফট।

বলা হচ্ছে নতুন ১৫ ইঞ্চি সংস্করণেই আনা হবে এএমডি প্রসেসর- খবর প্রযুক্তি সাইট ভার্জের। সারফেস ল্যাপটপের ১৫ ইঞ্চি সংস্করণ আনা হলে প্রতিষ্ঠানের নিজস্ব সারফেস বুক ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে। বর্তমানে ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি দুই সংস্করণেই বাজারে পাওয়া যায় সারফেস বুক ২।

ধারণা করা হচ্ছে এ অনুষ্ঠানে নতুন সারফেস প্রো ৭ উন্মোচন করবে মাইক্রোসফট, এতে রাখা হবে ইউএসবি-সি সমর্থন। এ ছাড়াও কোয়ালকম প্রসেসরচালিত সারফেস এবং দুই পর্দার সারফেস ডিভাইস উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। ২ অক্টোবর নিউইয়র্ক সিটিতে সারফেস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.