উপজেলা নির্বাচনে বিজয়ী ১২৬ জনেরও বেশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের দলীয় পদ হারাতে যাচ্ছেন। এই সব বিদ্রোহী প্রার্থীরা উপজেলা চেয়ারম্যান আবার একই সাথে উপজেলা ও জেলার স্থানীয় পর্যায়ে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন। দলটির এক নেতা এমন তথ্য নিশ্চিত করে।
শনিবার সকালে ধানমন্ডির অবস্থিত আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমন খবর প্রকাশ করেছে ডেইলি স্টার।
দলীয় সূত্র আরো জানায়, আগামী দলীয় কেন্দ্রীয় সম্মেলনে এই সব বিদ্রোহী নেতারা কোনো পদ পাবেন না। এর মধ্যেই তাদের সবাইকে কারণ দর্শানোর জন্য তিন সপ্তাহের সময় দিয়ে নেটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিদের ওবায়দুল কাদের বলেন, ‘এমকি দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও এমপি যারা শেষ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করছেন তাদের নামও এই তালিকায় আছে।’
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.