এইমাত্র পাওয়া

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জাতীয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্ভোধন 

পটুয়াখালী প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বালিকা (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে।

সোমবার সকাল ১০টায় এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জেলা ক্রীড়া অফিস সার্বিক সহযোগিতায় বেলুন ফেস্টুন এবং জাতীয় পতাকা উত্তোলন করে  ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান,জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, প্রেসক্লাববের আহবায়ক স্বপন ব্যার্নাজী, এনডিসি নাদির শাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক ফারুক মৃধাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন,রেফারিবৃন্দ , জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ,ক্রীড়া মোদীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট,বালক (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় রাঙ্গাবালী উপজেলা দল ট্রাইব্রেকারে ৪-৩ গোলে র্মিজাগঞ্জ উপজেলা  দলকে হারায়। একই দিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বালিকা (অনুর্ধ্ব-১৭) রাঙ্গাবালী উপজেলা দল না আসার কারনে  র্মিজাগঞ্জ উপজেলা দলকে বিজয়ী ঘোষনা করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট,বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বালিকা (অনুর্ধ্ব-১৭) খেলায় জেলার ৮টি উপজেলা থেকে বালক ৮টি, বালিকা ৪টি এবং  পৌরসভার বালক ১টি ও বালিকা ১টি দলসহ মোট  বালক ৯টি  এবং ৫টি  বালিকা দল অংশ গ্রহণ করবে। ২০ সেপ্টেম্বর বিকেল ৩টায় একই মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.