ইবি প্রতিনিধি টি এইচ জায়িম।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সভাকক্ষে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলিম তোহা ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের মাইক্রোবাইয়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ডেঙ্গু বিস্তারের কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.