এইমাত্র পাওয়া

ব্যাবহারিক ছাড়াই ইবির চারুকলায় ভর্তির সুযোগ; শিক্ষার্থীদের প্রতিবাদ

ইবি প্রতিনিধি টি এইচ জায়িম।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ভর্তি শুরু হচ্ছে চারুকলা বিভাগে। তবে কোন ব্যাবহারিক পরিক্ষা না দিয়েই ভর্তি হওয়া যাবে এই বিভাগে। চারুকলা বিভাগে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোন শর্ত উল্লেখ করা হয়নি ভর্তি নির্দেশিকায়।

ব্যাবহারিক ছাড়া চারুকলায় ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা চারুকলা বিভাগে ব্যাবহারিক পরীক্ষার জন্য উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘চারুকলা শিল্পকলা-কিভাবে হবে ব্যাবহারিক ছাড়া, ব্যাবহারিক ছাড়া চারুকলা এ যেন তুলি ছাড়া চিত্রকলা, শিল্পের সাথে ছলচাতুরী নয়-ব্যাবহারিক ছাড়া চারুকলায় ভর্তি নয়, চারুকলায় ব্যাবহারিক পরিক্ষা হবে না কেন?’ সহ বিভিন্ন শ্লোগান লিখিত প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘এবছর থেকে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ শুরু হচ্ছে এটা আমাদের জন্য খুশির সংবাদ। কিন্তু ব্যাবহারিক পরীক্ষা ছাড়া চারুকলা বিভাগে ভর্তি অযৌক্তিক। যারা শিল্পচর্চায় পারদর্শী শুধুমাত্র তাদেরকেই এই বিভাগে ভর্তির সুযোগ দেয়া দরকার। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, যেন চারুকলায় ভর্তির ক্ষেত্রে ব্যাবহারিক পরীক্ষার ব্যাবস্থা করা হয়।’

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘স্মারকলিপি দেয়ার কোন প্রয়োজন ছিল না। আমরা অবশ্যই ব্যাবহারিক পরীক্ষা নিয়েই চারুকলা বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করাব।’

উল্লেখ্য, চারুকলায় ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭০ নম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০ নম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০ নম্বর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫০ নম্বরের ব্যাবহারিক পরিক্ষায় অংশগ্রহণ করতে হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.