এইমাত্র পাওয়া

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রাংকন প্রতিযোগিতায় ৯ জন জয়ী

বিন-ই-আমিন।।

“সংস্কৃতিমনা মানুষই আলোকিত মানুষ” – এ শ্লোগান নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গনগন্থাগার অধিদপ্তরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর আওতায় ঝালকাঠির নলছিটিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সামাজিক- সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অদ্য ১৬ সেপ্টেম্বর ( সোমবার) দুপুর ১২ টায় চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়।

বিকেল ২ টা ৩০ মিনিটে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস,আমিনুল ইসলাম, তারেক আহমেদ খান ও শিক্ষাবার্তার সাব এডিটর বিন-ই-আমিন। এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের প্রোগ্রাম কো-অর্ডিনেটর দেবাশীষ রায়ের উপস্থিততে ষষ্ঠ-সপ্তম,অষ্টম-নবম ও দশম-দ্বাদশ শ্রেণির মোট ৯ জন পুরস্কার গ্রহণ করেন।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.