নিউজ ডেস্ক।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অদ্য সকাল ১০.৩০ মিনিটের সময় নোয়াখালী জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির বঙ্গবন্ধু বুক কর্ণার এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীসহ শিক্ষকমন্ডলী। উদ্বোধন কালীন প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং বঙ্গবন্ধুর জীবনী অবগত হয়ে সত্যিকারের নাগরিক হিসেবে নিজেকে তৈরি হতে পরামর্শ।
তিনি শিক্ষকমন্ডলীকে মানসম্মত শিক্ষা নিশ্চিয়নের মাধ্যমে শিশুদের যোগ্য নাগরিকে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখার অনুরোধ জানান। তিনি বলেন এ দেশ আমার আপনার সকলের। এ দেশকে সমৃদ্ধ করতে হলে সোনামণি শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। আপনারা শিক্ষগনেরা সেই গুরু দায়িত্ব নিয়োজিত। আপনাদের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা উন্নত বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.