এইমাত্র পাওয়া

অনুর্ধ্ব -১৭ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ভাতগ্রাম জামালপুর ইউপি চ্যাম্পিয়ন

শহিদুল হক ।।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’-এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জামালপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের অায়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বিকেল ৩টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালর খেলায় ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ দলকে ৩-১ গোলে পরাজিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব, উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার তারা,আঃ জলিল সরকার,জিল্লুর রহমান খন্দকার,উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, বনগ্রাম ইউপির চেয়ারম্যান শাহীন সরকার,কামারপাড়া ইউপির চেয়ারম্যান শামসুল আলম মাষ্টার, ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান এটিএম রেজানুর ইসলাম বাবুু,জামালপুর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, সাবেক প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান, ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান প্রমুখ।সাদুল্লাপুর উপজেলার শ্রেষ্ট খেলোয়াড় গোলকিপার স্বাধীন, সর্বোচ্চ গোলদাতা ৩ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.