নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে অবস্থিত খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজে কোচিংয়ের নামে প্রতিবছর ১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে ঢাকা কমার্স কলেজে ‘টিউটোরিয়াল কোচিং প্রোগ্রামের’ নামে প্রতিবছর ১২ কোটি টাকার দুর্নীতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনের পর অভিযোগগুলো তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ আগামী দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে মাউশি এমন নির্দেশ দিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.