প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি প্রতিকৃতি অঙ্কন করবেন প্রখ্যাত মার্কিন ভাস্কর ও চারুশিল্পী সেড্রিক হাক্যাবি। এ লক্ষ্যে তিনি গত সপ্তাহে ঢাকার ইউনূস সেন্টারে আসেন।
স্ব স্ব ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য ভ্যান্ডারবিল্ট কমিউনিটির বিশিষ্ট সদস্যদের সম্মানিত করতে ‘ভ্যান্ডারবিল্ট ট্রেইলব্লেজার সিরিজ’-এর অংশ হিসেবে প্রফেসর ইউনূসের পোট্রেইট অঙ্কনের অংশ হিসেবে প্রথম পর্বে প্রতিকৃতি স্কেচ করার জন্য তিনি গত সপ্তাহে ঢাকায় আসেন।
প্রফেসর ইউনূসের এই ‘ট্রেইলব্লেজার পোট্রেইট’ ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কার্কল্যান্ড হলে প্রদর্শিত হবে। স্ব স্ব ক্ষেত্রে পথিকৃত ভ্যান্ডারবিল্ট কমিউনিটির যে সকল সদস্য এই বিশ্ববিদ্যালয়ে এবং সার্বিকভাবে সমাজে তাদের অবদানের জন্য বিখ্যাত তাদের স্মরণীয় করার উদ্যোগ হিসেবে এই প্রতিকৃতিসমূহ স্থাপন করা হবে।
প্রফেসর ইউনূস ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তখন তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সর্বপ্রথম ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ্ড অ্যালামনাস পুরস্কার এবং ২০০৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা ‘নিকল্স-চ্যান্সেলর মেডেল’-এ ভূষিত হন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.