এইমাত্র পাওয়া

রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে থাকতে পারবে না জবি শিক্ষার্থীরা

রাত সাড়ে ১০টার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্খিত ঘটনা সংঘঠিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ মিনিট এর পর ছাত্র-চাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।’

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রোক্টর তদারকি করবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘কিছুদিন যাবৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.