রাত সাড়ে ১০টার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্খিত ঘটনা সংঘঠিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ মিনিট এর পর ছাত্র-চাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।’
এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রোক্টর তদারকি করবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘কিছুদিন যাবৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.