নিজস্ব প্রতিবেদক :
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত রোববার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে পারবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ ইএসআইএফ বা রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন করতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OMES বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। Student List (HSC 2019-20) মেন্যুতে প্রবেশ করে Creat Student বাটনে ক্লিক করে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.