এইমাত্র পাওয়া

আড়াইহাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ 

মোঃ জিয়াউর রহমান,জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়
মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও জেলা প্রশাসক এল জি এস পি-৩ এর অর্থায়নে হাইজাদী ইউনিয়ন পরিষদ মাঠে নারান্দি, মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। তাছাড়া আড়াইহাজার উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বিপুলসংখ্যক গাছের চারা রোপণ করেন সাংসদ এবং জেলা প্রশাসক। এসময় উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মুক্তিযোদ্ধে আড়াইহাজার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার বিকালে উপজেলাস্থ মুক্তিযোদ্ধা এস এম মাযহারুল হক অডিটরিয়ামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো: শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, আনসার ভিডিপি কর্মকর্তা রেজুয়ানা হক, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকগণ অংশ নেন। পরে অতিথিরা উপজেলার অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোকচিত্র ঘুরে দেখেন। অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজনের জন্য এমপি নজরুল ইসলাম বাবু ও জেলা প্রশাসক জসিম উদ্দিন আয়োজকদের প্রশংসা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.