এইমাত্র পাওয়া

টাইমস্কেল এবং বেতন দশম গ্রেডের দাবীতে অনড় প্রধান শিক্ষকরা

প্রাথমিকের প্রধান শিক্ষকরা যেসব বিষয়ের সমাধান চান তার মধ্যে হলো-টাইমস্কেল এবং বেতন দশম গ্রেড করা। এ সব বিষয় সমাধানে দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। রবিবার ১ সেপ্টেম্বর রাজধানীর নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সভার আয়োজন করা হয়।

এসব বিষয় সমাধানে তারা কর্মপরিকল্পনার ঠিক করেছে পাশাপাশি দাবি না মানলে আন্দোলনেও যাবেন তারা।

শিক্ষকরা জানিয়েছে, টাইমস্কেল সমস্যার সমাধান, বেতন স্কেল ১০ম গ্রেড, শতভাগ বিভাগীয় পদোন্নতি, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরণ, বিদ্যালয়ের সময় সূচিসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়মিত করণ, বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নতিকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগসহ আবেদন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের বিষয়েও আলোচনা হয়।

প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ দাস বলেন, টাইমস্কেলের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় আশা করছি খুব শিগগরিই সমাধান হবে।

তাছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে জাতীয় বেতন স্কেলে দশম গ্রেড দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে গেজেটেড পদমর্যাদা দেয়ারও নির্দেশ প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.