এইমাত্র পাওয়া

এ সরকার শিক্ষা ও উন্নয়নের দর্শণ : মোতাহার হোসেন এমপি

মোস্তাফিজুর রাহমান(মোস্তফা) লালামনিরহাট প্রতিনিধি:-সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী লালমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, এ সরকার শিক্ষা ও উন্নয়নের দর্শণ । এ সরকার যখনেই ক্ষমতায় আসে তখনেই দেশ ও জনগনের উন্নয়নে কাজ করে।

রোববার দুপুুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্ন্দপ নারায়ন রায়, ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ প্রমুখ।

উল্লেখ্য, উক্ত বিতরণ অনুষ্ঠানে জাইকার উদ্যোগে মাধ্যমিক স্কুলে ১শ ৩৩ জোড়া বেঞ্চ ও ৩শ. ৭১টি ফ্যান ও বন বিভাগের আওতায় তালিকাভুক্ত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১শ’ করে মেহগনি গাছের চারা বিতরণ করা হয়ে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.