এইমাত্র পাওয়া

স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টার ভাড়া করলেন স্কুল শিক্ষক

ছাদের ওপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল। স্ত্রী সেটার দিকে তাকিয়ে স্বামীর কাছে জানতে চেয়েছিলেন একটা হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা লাগে? মুখে না বললেও স্ত্রী যে হেলিকপ্টারে চড়তে চান বুঝেছিলেন স্বামী। এ কারণে ভেবে রেখেছিলেন একদিন ঠিকই স্ত্রীর ইচ্ছে পূরণ করবেন। সম্প্রতি চাকরির শেষ দিনে স্ত্রীর ইচ্ছেপূরণ করেছেন সেই স্বামী।

নজিরবিহীন ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের মালাওয়ালি গ্রামে। স্কুল শিক্ষক রমেশচন্দ্র মীনা দীর্ঘ চাকরি জীবন শেষে অবসর নেন ৩১ আগস্ট। ওই দিনই জয়পুর থেকে হেলিকপ্টারে চড়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ গ্রামে যান স্ত্রী এবং নাতিকে নিয়ে। এ সময় তিনি ঐতিহ্যবাহী পোশাক ও সানগ্লাস পরে ছিলেন। তার স্ত্রীও ঐতিহ্যবাহী সাজপোশাকে সজ্জিত ছিলেন।

রমেশ মীনা জানান, স্ত্রীর ইচ্ছেপূরণের জন্য তিনি দিল্লি থেকে ৩ রাখ ৭০ হাজার রুপি দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করেন।

রমেশ জানান, যদিও তাদের ফ্লাইটের স্থায়ীত্ব ছিল মাত্র ১৮ মিনিট কিন্তু তারপরও এটা তার জীবনের স্মরণীয় একটা যাত্রা ছিল । তাদের দেখতে ওই সময় বাড়ির সামনে প্রচুর মানুষের সমাগম ঘটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.