এইমাত্র পাওয়া

বিএসএমএমইউ ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া অ্যাওয়ার্ড নিতে ভারতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অব সার্জন্স-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নিউরো স্পাইনাল সার্জন্স অ্যাসোসিয়েশন প্রদত্ত প্রফেসর পিএস রামানি লাইফ টাইম অ্যাওয়ার্ড গ্রহণ করতে ভারত গেছেন। মেডিকেল সায়েন্সসহ দেশ ও বিদেশে নিউরো সার্জারি বিষয়ক চিকিত্সাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় ও কর্মের স্বীকৃতি হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রয়াস হিসেবে নিউরো স্পাইনাল সার্জন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি ও সাধারণ বডি হতে সর্বসম্মতিক্রমে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শুক্রবার দক্ষিণ ভারতের কোচিনে নিউরো স্পাইনাল সার্জন্স অ্যাসোসিয়েশনের তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শুরু হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.