আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী রোববার (১ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ওইদিন যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
শ্রমিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন বলে জানা গেছে।
দূতাবাস জানিয়েছে, ছুটির দিনও মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।
এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.