শিলা আব্বাস: ২০০৭ সালের ২০ শে আগস্টে সাকসেস টিউটর এর যাত্রা শুরু হয়। আজ ১২ বছরে পদার্পন সাকসেস টিউটর এর। সাকসেস টিউটর কর্নধর নাজমুল হক বলেন আমরা সফলতার সাথে কাজ করে চলেছি। আমরা গৃহশিক্ষক/শিক্ষিকাদের কাছ থেকে কোন প্রকার রেজিস্ট্রেশন ফি, কনফার্মেশন ফি, এবং সম্মানি পাওয়ার পূর্বে কোন প্রকার ফি গ্রহণ করি না। শুধু প্রথম মাসে গৃহ শিক্ষক/ শিক্ষিকা সম্মানি পাওয়ার পরে ৫০% মিডিয়া পার্টনার ফি বাবদ গ্রহণ করে থাকি। তাছাড়া কোন প্রকার ফ্রি গ্রহণ করে না।
সাকসেস টিউটর এর প্রায় ১০,০০০ গৃহশিক্ষক /শিক্ষিকা রয়েছে। অভিভাবক / শিক্ষার্থী যখন গৃহশিক্ষক/শিক্ষিকা চাওয়ামাত্রই ৪৮ ঘন্টার মধ্যে, আবেদন অনুযায়ী সেবা দিয়ে থাকে। তাই বর্তমানে সার্বিক বিষয় বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে সাকসেস টিউটর।
যোগাযোগ:
হেড অফিস: ঠিকানা: বাসা নং-২৩, রোড নং- ১৪, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।
মালিবাগ শাখা: ২৬৩, মালিবাগ মোড় (ঢাকা বিজ্ঞান কলেজের পাশে) মালিবাগ, ঢাকা।
মোবাইল: +৮৮০১৫১৫৬৩৫৯৭৭
ইমেইল: successtutorbd@gmail.com
ফেইসবুক পেজ: https://www.facebook.com/successtutornbd/
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.