রাজধানীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাদারীপুর স্বাস্থ্য সদর কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
তপন কুমার মন্ডলকে দুই সপ্তাহ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে মাদারীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় আনা হয়। চার দিন আগে তার শরীরের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপরে হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
মাদারীপুর সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.