এইমাত্র পাওয়া

লালমনিরহাটে স্কুলে ঝাড়ু দিতে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি স্কুলে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তোষ মালি (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।নিহত সন্তোষ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের রাখাল মালি ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, ঈদুল আযহার ছুটি শেষে প্রতিদিনের মতোই চাপারহাট কিন্ডারগার্টেনের পরিচ্ছন্নতাকর্মী সন্তোষ মালি কিন্ডারগার্টেনে ঝাড়ু দিতে আসেন। এ সময় মাথার ওপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সন্তোষ মালির গায়ে স্পষ্ট করে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোশ মালির।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

চন্দ্রপুর ইউপি চেয়ারম্যানন জাহাঙ্গীর আলম জানান, বিদ্যুতের মূল তারের সঙ্গে জড়িয়ে ঝাড়ুদারের মৃত্যু হয়েছে বলে শুনেছি।কালীগঞ্জ থানার ওসি সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.