লালমনিরহাটপ্রতিনিধি : জেলার আদিতমারী উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরুস্কার তুলে দেয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও আসাদুজ্জামান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার শফিক হাসান, সমবায় অফিসার ফজলে এলাহী লেবু, উপজেলা শিক্ষা অফিসার এমএন শরিফুল ইসলাম, পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠানে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ১৮শ শিক্ষার্থীদের মধ্যে ৩শ বয়স্ক শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠানে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ১৮শ শিক্ষার্থীদের মধ্যে ৩শ বয়স্ক শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.