কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে একীভুত শিক্ষা বাস্তবায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যসিসটি ডিভাইস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এসকল ডিভাইস বিতরণ করা হয়। এসকল ডিভাইসের মধ্যে রয়েছে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, চোখের ওষুধ ও চশমা।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসকল ডিভাইস বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো: রফিকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা শিক্ষা অফিসার কে.এম জামান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, সিকদার মো: দেলোয়ার হোসেন, শেখ সামসুদ্দোহা চাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ্ ফকির প্রমুখ ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
