এইমাত্র পাওয়া

মোড়েলগঞ্জে এসএম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি ।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বৃহস্পতিবার সকাল ১১টায় বৃক্ষরোপণ অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

বৃক্ষরোপণ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাকির হোসেন রিয়াজ, যুগ্ম সম্পাদক বেদান্ত হালদার, অধ্যাপক আ. আউয়াল হাওলাদার, মো. হায়দার আলী, মো. নুরুল আমিন শেখ, মো. শহিদুল আলম, বখতিয়ার হোসেন, মো. জহিরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, কলেজের রোভার স্কাউট, সততা সংঘের সদস্যবৃন্দ ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। সভায় প্রধান অতিথি একটি পেয়ারা গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্ভোধন করেন। কলেজের রোভার স্কাউট, গার্ল-ইন রোভার, সততা সংঘের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.