এইমাত্র পাওয়া

নীলফামারীতে প্রধান শিক্ষকদের নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের আলোচনা সভা

চিলাহাটি (নীলফামারী) ঃ নীলফামারী জেলাধীন ডোমার উপজেলার চিলাহাটি অঞ্চলের ৩০টি স্কুল এন্ড কলেজ, স্কুল এবং মাদরাসার প্রধানদেরকে নিয়ে অদ্য ২৯ জুলাই রোজ সোমবার ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম-এর নেতৃত্বে চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, অনলাইন এমপিও সংক্রান্ত বিষয়, শ্রেণি পাঠদান চলাকালীন প্রতিষ্ঠানের বাইরে ঘোরাঘুরি না করা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, স্কুল ড্রেস, প্রাত্যহিক সমাবেশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সাম্প্রতিক নির্দেশনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.