ইবি প্রতিনিধি টি এইচ জায়িম ।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের ২০১৯-২০ রোটাবর্ষের নতুন কমিটি। সোমবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদানকালে রোটার্যক্ট ক্লাবের সভাপতি শামিমুল ইসলাম সুমন, সেক্রেটারি রায়হান বাদশা রিপন ও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে অবহিত করেন। তাছাড়া সংগঠনের কার্যক্রমে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.