কবে শেষ হবে নিয়োগপ্রক্রিয়া?

রফিকুল ইসলাম :

২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ি সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা পর্ব শেষ করতে লেগেছে ১৮ মাস। এরপর গেছে আরো দুই মাস। তবে এখনো ফল বের হয়নি। অপেক্ষার পালাও শেষ হচ্ছে না চাকরি প্রত্যাশীদের।

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে এমন পরিস্থিতিতে পড়েছে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী। সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে সাত হাজারের বেশি চাকরিপ্রত্যাশী নিয়োগে সুপারিশ পাবে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে সুপারিশের আগ পর্যন্ত প্রায় দুই বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফল পায়নি চাকরিপ্রত্যাশীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে পড়ালেখা শেষ করে চাকরির সন্ধানে নামেন সানজিদা মঞ্জুর। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের এ ছাত্রী সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার তিনটি পদেই নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দিয়েছেন। কিন্তু এখনো ফল পাননি। চাকরির বয়সও প্রায় শেষ। ফল প্রকাশ না হওয়ায় দুশ্চিতায় পড়েছেন তিনি। পরিবার থেকেও চাকরির জন্য চাপ রয়েছে।

মুঠোফোনে সানজিদা মঞ্জুর বলেন, ‘হতাশার মধ্যে পড়েছি। বলতে পারেন অনেকটা কিংকর্তব্যবিমূঢ়। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে বয়স শেষ হতে চলেছে। তবুও ফল প্রকাশ হচ্ছে না। চাকরি হোক বা না হোক, ফল পেলে পরবর্তী পরীক্ষাগুলোয় অংশ নিতে পারতাম। দীর্ঘসূত্রতায় ফল প্রকাশ না করে আমাদের সঙ্গে উপহাস করা হচ্ছে।’

আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত সিনিয়র অফিসার, সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার ও চার ব্যাংকে ক্যাশ অফিসার পদে সাত হাজার ৩৭২টি পদে নিয়োগ আটকে আছে। নিয়োগ পরীক্ষার তিনটি ধাপের (নৈব্যক্তিক, লিখিত ও মৌখিক) দুটি সম্পন্ন হলেও মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। যদিও সিনিয়র অফিসার পদে এক হাজার ৬৬৩ জনের নিয়োগে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ ফেব্রুয়ারি, সাত ব্যাংকের সমন্বিত অফিসার পদে তিন হাজার ৪৬৩ জনের নিয়োগে মৌখিক পরীক্ষা শেষ হয় ২১ জানুয়ারি, আর চার ব্যাংক ক্যাশ অফিসার পদে দুই হাজার ২৪৬ জনের নিয়োগে মৌখিক পরীক্ষা শেষ হয় এপ্রিল মাসে।

নৈব্যক্তিক ও লিখিত পরীক্ষাতেই দেড় বছর : সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষা বিশ্লেষণ করে দেখা যায়, নিয়োগের তিনটি ধাপের মধ্যে দুটি ধাপ নৈব্যক্তিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন করতেই সময় লেগেছে প্রায় দেড় বছর। তবে এ সময়ের পর মৌখিক পরীক্ষা নেওয়া হলেও ফল প্রকাশ করা হয়নি।

২০১৭ সালের ২৩ আগস্ট রাষ্ট্রায়ত্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বছরের সেপ্টেম্বরে আবেদনপত্র গ্রহণ সম্পন্ন হয়। রূপালী ব্যাংকে নিয়োগে চাকরিপ্রত্যাশীদের এক রিটের পরিপ্রেক্ষিতে ২৮৩টি পদকে বাইরে রেখে এক হাজার ৩৮০ পদে নিয়োগ দিতে পরীক্ষা নেওয়া হয়। বহু নির্বাচনী নৈব্যক্তিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ১০ ডিসেম্বর। তিন মাসব্যাপী এই মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত ফল প্রকাশে কোনো অগ্রগতি নেই।

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৭ সালের ২৯ আগস্ট। তিন হাজার ৪৬৩ পদে নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হয় ৩১ অক্টোবর। এই পরীক্ষা শেষ হয় ২০১৯ সালের ২১ জানুয়ারি। তবে রূপালী ও জনতা ব্যাংকের ৮৮৯ পদে নিয়োগে আদালতে রিট করে একদল চাকরিপ্রত্যাশী। এসব পদ বাইরে রেখে দুই হাজার ৫৭৪ পদে নিয়োগ দিতে পরীক্ষা নেওয়া সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে এরই মধ্যে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সমন্বিত ক্যাশ অফিসারের জন্য দুই হাজার ২৪৬ পদে নিয়োগ দিতে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়ে শেষ হয়েছে ১৫ এপ্রিল। তবে এখনো ফল প্রকাশ হয়নি।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ডিজিএম আরিফ হোসেন খান বলেন, ‘যেসব পদে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে, তার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছি। আইনগত কিছু জটিলতায় আমরা ফল প্রকাশ করতে পারছি না। আশা করছি সব জটিলতা শেষ করে স্বল্পতম সময়ে ফল প্রকাশ করা যাবে। চাকরিপ্রত্যাশীদের প্রতীক্ষার বিষয়টি আমাদের মাথায় রয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.