ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে ইংরেজী বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নতুন কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যলয় ছাত্রলীগের শাহিন-হালিমের নেতৃত্বাধীন কমিটি স্থগিত করা হয়। এর ৯ মাস পরে নতুন কমিটির অনুমোদন দিলো কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.