কামরুল হাসান, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়েছে। রোববার কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরএম সেলিম শাহ নেওয়াজ, উপজেলা শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব মোজাফফর উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, আশেকুজ্জামান, সন্দীপ কুমার, রবি শঙ্কর দেওয়ান, বাবলু রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানায়, উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ে উঠে আসা ১২ টি ও পৌরসভা থেকে ১টি মিলিয়ে ১৩টি করে বালক ও বালিকাদের দল উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। রোববার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বালকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপে নাকিলা, খোরদো-পাকুড়িয়া ও লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপে লাঙ্গলঝাড়া, কাদপুর ও রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। দিনব্যাপি অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাঈদ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ও রুহুল আমিন। খেলাগুলোর চলতি ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, শিক্ষক এসএম আসাদুর রহমান ও আব্দুল ওহাব মামুন। আজ সোমবার একই ভেন্যুতে সকাল ৯ টায় প্রথম রাউন্ডের অবশিষ্ট ৬টি খেলা অনুষ্ঠিত হবে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.