মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদী সহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে বৃষ্টির পানিতে।
ঠাকুরগাঁওয়ে প্রধান নদী টাঙ্গন, আর এই নদীর পানি বৃষ্টির পানিতে বৃদ্ধি পেয়েছে। নদীর আশে-পাশে বসবাসকারী মানুষ গুলো বন্যা আতংকে বসবাস করছে। দুই দিন থেকে দিনে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ও রাতে টানা বৃষ্টির কারণে টাঙ্গন নদীর পানি টুই টম্বুর করছে।
এবিষয়ে প্রশাসনের পক্ষে ঠাকুরগাঁও জেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা জানান, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমাদের জেলায় বিপদ সংকেত সীমারেখার দের সেন্টিমিটার (১.৫ সে.মি.) এর নিচে এখনো পানি অবস্থান করছে। তবে ভারি বর্ষণ হলে এই সীমা রেখা অতিক্রম করতে পারে। ভারি বর্ষণ হওয়ার সম্ভবনা কম রয়েছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা ২ হাজার প্যাকেট শুকনো খাবার পেয়েছি।
তিনি আরও বলেন, আমাদের যাবতীয় ত্রাণ সামগ্রি মজুদ আছে। যেকোনো মূহুর্তে আমরা দূর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত আছি। এদিকে বন্যার দূর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সরকারি সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.