ঢাকাঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষক ঐক্যজোট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।
শিক্ষকরা বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারি সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা বেতনভাতা ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আমরা দান-অনুদান চাই না। আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার। দেশের প্রায় ২৬ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। অনেক শিক্ষক বেতন না পেয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।’
ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকরা ‘চাকরি আছে, বেতন নেই-এমন দেশ নেই’, ‘ইবতেদায়ি শিক্ষকদের বেতন দিন, না হলে শিক্ষা বন্ধ করে দিন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই’, ‘এক দেশে দুই নীতি মানি না, মানব না।’ এমন স্লোগান দিচ্ছেন।
শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের পথে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
