নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে (ইএফটি) পাঠানোর জন্য এমপিওশিট সাবমিট করার নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে এই শিট সাবমিট করতে হবে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বেসরকারি কারিগরি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমার শিক্ষক-কর্মচারীদের জুন/২০২৫খ্রি. মাসের বেতনভাতাদি EFT-এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান পর্যায় থেকে বেতনভাতাদি আগামী ১০/০৭/২০২৫খ্রি. তারিখের মধ্যে TEMIS Softwareএ সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উক্ত সময়ের মধ্যে বেতনভাতাদি সাবমিট করতে কোন প্রকার অসুবিধা তৈরী হলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা/ইএফটি সেল এ যোগাযোগ করা যেতে পারে। যে সকল প্রতিষ্ঠান সংযুক্ত তালিকায় নেই সেসকল প্রতিষ্ঠান পূর্বের ন্যায় জুন/২০২৫খ্রি. মাসের বেতনভাতাদি প্রাপ্ত হবেন।
উল্লেখ্য যে, আগামী জুলাই/২০২৫খ্রি. মাস হতে শতভাগ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে EFT-তে বেতনভাতাদি প্রদানের
লক্ষ্যমাত্রা রয়েছে। অনলাইনে বেতন সাবমিটের পরে ১ পাতার প্রতিবেদনটি পূরনপূর্বক eftmpo.dte@gmail.com এ আবশ্যিকভাবে প্রেরনের নির্দেশনা প্রদান করা হলো।
ইএফটির জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদেরEFT-তে বেতনভাতা প্রদানের লক্ষে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.